শিরোনাম
ছবি: সংগ্রেহিত

মুক্তি পেল গোমূত্র ও গোবরের বিরোধিতা করা ইরেনড্রো লেইচোম্বাম

আন্তর্জাতিক ডেস্ক: গোমূত্র ও গোবরের কার্যকারিতা নিয়ে ফেসবুকে পোস্ট লিখেই বিপাকে পড়েন ভারতের মনিপুরের সমাজকর্মী ইরেনড্রো লেইচোম্বাম। এক ফেসবুক পোস্টের কারণে সোজা জেলে যেতে হয়েছিল তাকে।

পোস্টে তিনি লিখেছিলেন, ‘গোবর এবং গোমূত্রে করোনার চিকিৎসা হয় না। সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানেই করোনা নির্মূল হয়।’ আর এতেই জেলে যেতে হয় তাকে। জেলে যাওয়ার দু’মাস পরে, সুপ্রিম কোর্টের নির্দেশ, সোমবার মুক্তি পেলেন ইরেনড্রো লেইচোম্বাম। তাকে ধরে রাখা হয়েছিল মনিপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে।

সে দিনই সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এবং বিচারপতি এম আর শাহ্‌-র বেঞ্চ বিকাল ৫ টার মধ্যেই ৪০ বছর বয়সী ইরেনড্রোকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালত জানায়, তাকে যে কারণে আটকে রাখা হয়েছে সেটা সংবিধানের ২১ ধারার পরিপন্থী। করোনা নিরাময়ে গোবর এবং গোমূত্র কার্যকর বলে বিজেপি নেতা যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট করেন তিনি।

তার পরেই তাকে মে মাসের ১৩ তারিখে আটক করা হয়। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়।

মনিপুরের বিজেপির সভাপতি করোনার কারণে মারা যাওয়ার পরেই ফেসবুকে ওই পোস্ট করেন ইরেনড্রো লেইচোম্বাম। করোনার প্রতিষেধক নিয়ে বিজেপি নেতারা যে কথা বলেন তার সমালোচনা করার কারণেই তাকে ধরা হয়। সোমবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বিষয়টি নিয়ে মঙ্গলবার শুনানির জন্য বললেও আদালত তা মানতে চায় নি।

জেল থেকে মুক্তি পাওয়ার পরেই ইরেনড্রো জানান, জেলে ভালো সময় কেটেছে তার। লিখে এবং বই পড়ে সময় কাটিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মনিপুরের মানুষ, পরের বার নির্বাচনের আগে এই বিষয়টি মাথায় রাখবেন এবং যে ভাবে সরকার আইনের অপব্যবহার করছে সেটাও মনে রাখবেন। আমি যে কথা বলেছি সেটা সরকারে যারা আছেন তাদের পছন্দ না হলে যে কেউ জেলে যাবেন।

সূত্র: টিওআই।

 

নিউজটি শেয়ার করুন :