শিরোনাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গুগল মিটে পাঠদান শুরু

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকগণ বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্ক সিট বিতরণের পাশাপাশি গুগল মিটে পাঠদান শুরু করেছে।

যেভাবে পারছেন শিক্ষার্থীদের যুক্ত করার চেষ্টা করছেন। প্রথমে শিক্ষকগণ নিজেরা প্রশিক্ষণ নিয়েছেন পরে ধাপে ধাপে ছাত্রদের যুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।প্রথমে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করে পাঠদান করেন এরপর ক্লাস্টার অনুযায়ী পাঠদান শুরু হয়।তারই ধারাবাহিকতায় গত ২৪মে লৌহজং এ ক্লাস্টার পর্যায়ে প্রথম সদর ক্লাস্টারের ৩০জন ছাত্রকে সংযুক্ত করে ৪র্থ শ্রেণির বাংলা বিষয়ের পাঠদান করেন দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী রুনা।

সেদিন ভার্চুয়ালি গুগল মিটে পাঠদান পর্যবেক্ষণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল হক, সহকারী শিক্ষা অফিসার ফয়সাল আহমেদ, ইউ আর সি ইন্সট্রাক্টর নাদিরা আফরোজ সহ সদর ক্লাস্টারের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী তাসমিয়া ইসলাম রাইশা বলেন, গুগল মিটে ক্লাস করার জন্য এনড্রোয়েড মোবাইল নাই।
দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র তাহমিদ বলেন, মোবাইলে নেট সমস্যা ও সবসময় ডাটা থাকে না তাই ক্লাস করতে পারিনা।

দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী রুনা জানান, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা কোন ভাবেই যেন ঝরে না পড়ে, শিক্ষা ব্যবসথা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঊধ্বর্তন কতৃপক্ষের যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি। “উপজেলা শিক্ষা অফিসার রেজাউল হক দৈনিক মুন্সিগঞ্জের খবর কে জানান গুগল মিটের ভার্চুয়াল পাঠদান ও ছাত্রদের অংশগ্রহণ দেখে ভালো লেগেছে। তিনি পাঠদানকারী শিক্ষক ও প্রধান শিক্ষক কে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন :