শিরোনাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চাঁদাবাজদের কবলে ইজিবাইকের চালকেরা

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে চিহ্নিত চাঁদাবাজদের কবলে পড়ে মানবেতর জীবন – যাপন করছে অসহায় ইজিবাইকের চালকেরা। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অনেক শিক্ষিত তরুণরাও ইজিবাইক ক্রয় করে কিংবা ভাড়া নিয়ে চালাচ্ছে। দিন দিন ইজিবাইক চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের আয় কমে গেছে। কোনদিন ভাড়া নেওয়া ইজিবাইকের মালিকের ৩০০ টাকা ও গ‍্যারেজ মালিকের চার্জ বিল ২০০ টাকা অর্থাৎ ৫০০ টাকা আয় করা যায়না।

তাছাড়া প্রতিদিন বিভিন্ন মোড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্যে ইজিবাইক চালকদের নিকট মরার ওপর খড়ার ঘায়ের মতোই। তথ‍্যানুসন্ধানে জানা যায়, কান্দিপাড়া ত্রিরাস্তা মোড়ে একটি প্রভাবশালী দলের সক্রিয় চাঁদাবাজরা প্রতিদিন ইজিবাইক সহ বিভিন্ন গাড়ি প্রতি ১০ টাকা করে চাঁদা আদায় করতো। র‍্যাব – ১১ এর হস্তক্ষেপে এখন সেখানে চাঁদা তোলা বন্ধ রয়েছে। মালির অংক ত্রিরাস্তার মোড়ে প্রতিদিন যানজট ছাড়ানোর নামে ইজিবাইকে নাম্বার লিখে চালকদের নিকট থেকে প্রতিদিন জোরপূর্বক ১০ টাকা করে চাঁদা নিচ্ছেই।

এছাড়া খালি ইজিবাইক নিয়ে যাত্রীর আশায় শিমুলিয়া ঘাট সংলগ্ন রাস্তায় এলেই টিকেট ম‍্যানরা দৌড়ে এসে হাতে স্লিপ ধরিয়ে ১০ টাকা কেড়ে নিয়ে যায়। কোথাও কোথাও ফাঁকা পেতে ইজিবাইক চালকের ভাড়া না দিয়ে ওল্টো চালকের পকেটে হাত দিয়ে বেনসন সিগারেটের দাম নিয়ে গেলানো বলেই চম্পট দিচ্ছে। এ ব‍্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন :