্যা্যা্যা্যা্যা্যা্যা্যা্য্যা্্যা্যা্য্যা্যা্
আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ- “মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১লা মার্চ সোমবার ১০টার দিকে উপজেলা হলদিয়া বাজারে এক আনন্দ র্যালী আয়োজন হয়েছে। ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড মুন্সীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে আনন্দ র্যালীটি হলদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ট্রাস্ট ইসলামী লাফই ইনসিওরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম বাবুলের নের্তৃত্বে এসময় স্থানীয় গণমাণ্য ব্যক্তিসহ বীমার কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন :