শিরোনাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিদ্যুৎ স্পর্শে অটোচালকের মৃত্যু

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিদ্যুৎ স্পর্শে শাহিন বেপারী (২৫) নামক এক অটোচালকের মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ৭ জুন সোমবার সকালে উপজেলার হাটভোগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত থেকে অটোরিকশাটি গ্রেজে চার্জ দেওয়া অবস্থায় ছিলো। পরে সকাল ১০টার দিকে শাহিন অটোরিকশার চার্জার খোলার সময় তাকে বিদ্যুৎ স্পর্শ করে। তবে তখন কেউ সে গ্রেজে ছিলো না। কিছুক্ষণ বিদ্যুৎ স্পর্শে পড়ে থাকার পরে আরেক অটোচালক দেখলে স্বজনদের খবর দেয়। এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় শাহিন।

স্বজনরা আরও জানান, প্রতিদিনের মতো অটো চালানোর জন্য সকালে বাসা থেকে বের হয়েছে। পরে সকাল সাড়ে ১০টার সময় অটোর গ্রেজ থেকে খবর আসে শাহিনকে বিদ্যুৎ স্পর্শ করেছে। পরে আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

মৃত শাহিন বেপারী উপজেলার হাটভোগদিয়া গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে। শাহিন গত ২ বছর আগে বিবাহ করে। এবং ৫ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে। আর এ ঘটনায় শোকাহত এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন :