আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ
আজ সকাল ১১ঘটিকায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নীচতলায় লৌহজং উপজেলা রাজনৈতিক ব্যাক্তিবর্গ,থানা পুলিশ সহ সাধারণ মানুষ হাঁসি মুখে কোভিড -১৯ টিকা গ্রহনণ করেছেন। বাংলাদেশ দেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঠিক সময় করোনা মহামারি কোভিড -১৯ টিকা যেন মানুষের প্রশংসা যোগ্য। বর্তমান আক্রান্ত সংখ্যা কিছু টা কম।
সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলা লৌহজং কোভিড-১৯ প্রতিরোধ টিকা দেওয়া হচ্ছে।যা জনপ্রতিনিধি , আইন -শৃঙ্খলা বাহিনী,এবং সাধারণ মানুষ হাঁসি মুখে টিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে। লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনী তালুকদার,ভাইস চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,গতকাল টিকা গ্রহণ করেছেন। আজ সকাল সাড়ে ১১টায় লৌহজং থানা অফিস ইনর্চাজ ওসি মো.আলমগীর হোসেইন এবং ওসি (তদন্ত) মো.হাফিজুর রহমান মানিক, ইনন্সেপর মো.হাফিজুল ইসলাম সহ প্রায় ২০(বিশ)জন পুলিশ সদস্য এবং লৌহজং প্রেসক্লাব সভাপতি মো.মিজানুর রহমান ঝিলু,কার্যকারী সদস্য মোশারফ, হাঁসি মুখে টিকা গ্রহণ করেছেন।
অসংখ্য সাধারণ মানুষ কে দেখা যায় নিজের থেকে নিবন্ধনকৃত কাগজ নিয়ে হাঁসি মুখে টিকা গ্রহণ করতে এসেছে । উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় ,দুই দিন আগে অনেকেই টিকা গ্রহণ করেছে।কোন প্রকার প্রতিক্রিয়া হয় নি।তাই আমার হাঁসি মুখে কোভিড -১৯ টিকা গ্রহণ করতেছি। লৌহজং থানা ইনচার্জ ওসি মো.আলমগীর হোসাইন টিকা গ্রহণ শেষে জানান যে,ভালোই লাগতেছে, স্বাভাবিক মনে হয়।কোন প্রকাশ প্রতিক্রিয়া মনে হয় না।আশা করি ভালো হবে। লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান মাহমুদ জানান,গতকাল ৯ ফেব্রুয়ারি মোট ১২৪ (একশত চব্বিশ) জন টিকা গ্রহণ করেছে।আজ আমার মনে হয়, প্রায় ২০০ দুইশত অধিক টিকা দেওয়া সম্ভব হবে।অনেক লোক নিজের ইচ্ছা হাঁসি মুখে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে আসছে।