শিরোনাম

মুন্সীগঞ্জে কৃষকদের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:  মুন্সীগঞ্জে প্রাণঘাতী নভেল করোনায় কৃষি শ্রমিক সংকটে খুবই চিন্তিত হয়ে পড়েছে কৃষকগণ। তাদের চিন্তার অবসান ঘটিয়ে কোথাও কোথাও জমির পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ কর্মিরা। লৌহজং উপজেলা ছাত্রলীগ হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের জাহিদুল ইসলাম মানিক ও মোস্তফাসহ আশপাশের ৪২ শতাংশ জমির ধান, কর্মীদের নিয়ে কেটে দিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন গোটা মুন্সীগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছেন।

জানা যায়, করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার জন্য কৃষক মানিক ছাত্রলীগের সহযোগিতা চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন তাঁর কর্মীদের নিয়ে কৃষকের জমিতে গিয়ে ধান কেটে দেন। কৃষক মানিক উপজেলা ছাত্রলীগের এ ভূমিকায় দারুণ খুশি হয়েছন।

উল্লেখ যে, ধান কাটায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনের সঙ্গে ছিলেন জেলা ছাত্রলীগের উপস্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের শিকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পারভেজ, সজিব, রবিন, পারভেজ উজ্জ্বল, হাসানসহ অন্যান্য অসংখ্য নেতা কর্মী।

নিউজটি শেয়ার করুন :