শিরোনাম

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালিত

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: 

মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার আমেরিকার ওয়াশিংটন ভার্জিনিয়ায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে দোয়া শেষে কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়। বাংলাদেশ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও মেট্রো ওয়াশিংটন সেচ্ছাসেবক লীগের সহযোগিতায় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :