শিরোনাম

মুন্সীগঞ্জে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম’র দু’টি ওয়াজ মাহফিল 

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড মুন্সীগঞ্জ জেলা ও পাথরঘাটা এলাকাবাসীর যৌথ উদ্যোগে পাথরঘাটাস্থ ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণে বাদ আছর থেকেই এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসীহত পেশ করবেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের  সম্মানিত সহ সভাপতি আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (দাঃ)।

প্রধান মেহমান হিসেবে নসীয়ত পেশ করবেন খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমির এবং কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

বিশেষ অতিথি হিসেবে আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন চরমোনাই পীর সাহেব হুজুরের খলিফা এবং বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সুযোগ্য মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী।

আরো মূল্যবান বয়ান পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ছানাউল্লাহ নূরী, হযরত মাওলানা মুফতী আসাদুজ্জান বিক্রমপুরী প্রমূখ।

এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার আছর বাদ থেকে লৌহজংয়ের কুমার ভোগস্থ সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে মাদ্রাসার পশ্চিম পার্শ্বের মাঠে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসীয়ত পেশ করবেন আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান নসীয়ত পেশ করবেন জর্জ কোর্ট মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি, তুখোড় বক্তা হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান বেতাগী ও অন্যান্য ওলামায়ে কেরাম।

নিউজটি শেয়ার করুন :