আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
প্রাণঘাতী নভেল করোনা থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, লৌহজং উপজেলা প্রশাসন সহ প্রতিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রচার প্রচারণা অসচেতন লোকজনের কারণে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। অত্র উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও টনক নড়ছে না তাদের। এখনো কেউ কেউ মাস্ক ব্যবহার না করে সামাজিক দূরত্ব বজায় না রেখে গা ঘেসেই চলাফেরা করছে।
ইজিবাইকের চালকরাও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী ওঠাচ্ছে। তাছাড়া শিমুলিয়া ঘাট দিয়ে প্রতিদিন করোনার ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হচ্ছেই। উল্লেখ যে, এ ব্যাপারে দৈনিক ওলামা কন্ঠ পত্রিকায় আমাদের ঢাকা বিশেষ প্রতিনিধির ছবি সহ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরও কোন প্রতিকার হচ্ছেনা। এ রিপোর্ট লেখা পযর্ন্ত জানা যায়, মুন্সীগঞ্জে নতুন করে ৩০ জন সহ মোট ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে লৌহজং উপজেলাধীন কনকসার ইউনিয়নে একই পরিবারের ৬ জন সহ মোট ১০ জন।