আ স ম আবু তালেব, বিশেষ রিপোর্টার, মুন্সিগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও লৌহজং উপজেলা শাখার সভাপতি এবং (লৌহজং, টঙ্গীবাড়ী) মুন্সীগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মনসুর আহমাদ (মুসা) কে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩২ নং ধারায় গত ২ অক্টোবর বুধবার দুপুর ৩ টায় এক জরুরী বৈঠকে আমেলার দায়িত্বশীল ও বামুকের জেলা সদর ও সম্পাদকের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে বহিষ্কার করা হয়।
তাকে বহিষ্কার করে জেলার সকল কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বহিষ্কার সূত্রের অনূলিপি থেকে জানা যায়, মাওলানা মুনছুর আহমাদ মুসা সংগঠনের অাইন ভঙ্গ করে জেলার যুব আন্দোলনের সভাপতি গাজী মোহাম্মদ রফিকুল ইসলামকে চর-থাপ্পর মারে।
সূত্রে আরো জানা যায়, মূসা সকলের সামনে কেন উত্তেজিত হয়ে গাজী রফিকুল ইসলাম রফিককে মারলেন প্রশ্ন করা হলে তিনি জেলা কমিটির নের্তৃবৃন্ধকে জানান আমার অনেক দিনের জিদ ছিল। তাই তাকে মারছি।
তাই এ অপরাধে গত ১৭ অক্টোবর রবিবার জেলা আমেলার মাসিক বৈঠকে তার বিরুদ্ধে জেলা কমিটি সংগঠনের শৃংখলা ভঙ্গের দায়ে বহিষ্কারাদেশ জারী করেন ও গৃহীত হয়।
কেন্দ্রীয় অফিসে অবগত করা হলে সংকট নিরসনের লক্ষ্যে উক্ত দিন ক্ষণ নির্ধারণ করে কেন্দ্রীয় সহ-কারী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন (সাকী) মাওলানা ইমতিয়াজ আলম জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
সংগঠনের স্বার্থে সর্ব শেষে জেলা কমিটি ভেঙ্গে উক্ত সংগঠনের প্রাক্তন সভাপতি মহিউদ্দিনকে আহ্বায়ক ও মাওলানা আল আমিন খলিফাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।