আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
গত ৩ জুন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকার ঘোষিত নির্দেশনাসমূহ প্রতিপালনে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলায় করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগ যাতে মহামারী আকার ধারণ করতে না পারে এবং জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন , পরিবহণ ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে গৃহীত সিদ্ধান্তের আলোকে সর্বস্তরের জনসাধারণ, পরিবহণ ও ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে নিম্নোক্ত ১৩ দফা নির্দেশনা প্রদান করা হয়।
(১) জেলায় চলাচলরত সকল যানবাহনে ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না।
(২) লেগুনাতে ৬ জনের বেশি ও সিএনজিতে ২ জনের বেশি যাত্রী বহন করা যাবে না। এক্ষেত্রে বাস, সিএনজি ও লেগুনাতে পূর্বের ভাড়ার চেয়ে সর্বোচ্চ ৬০ শতাংশ বেশি ভাড়া আদায় করা যাবে।
(৩) অটোতে ৩ জন এবং মিশুকে ১ জন যাত্রী যাতায়াত করতে পারবে। তবে মিশুকে একই পরিবারের সদস্য হলে সর্বোচ্চ ২ জন যাত্রী যাতায়াত করতে পারবে।
(৪) অটো ও মিশুকের চালকগণ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না।
(৫) লঞ্চঘাটে চলাচলরত লঞ্চ, স্পীডবোট ও অন্যান্য নৌযানসমূহে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী নিয়ে চলাচল করা যাবে না।
(৬) লঞ্চ, স্পীড বোট ও অন্যান্য নৌযানের যাত্রীদের কাছ থেকে কোন প্রকার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
(৭) চালকের পাশে কোন যাত্রী নেয়া যাবে না এবং যাত্রা পথে কোন যাত্রী উঠানো যাবে না।
8. প্রত্যেকবার যাত্রার শেষে যানবাহনে জীবানুনাশক স্প্রে করতে হবে।
(৯) যাত্রী, চালক ও হেলপার সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
(১০) যে সকল যাত্রী মাস্ক পরিধান করবে না তাদেরকে কোনভাবেই যানবাহনে নেয়া যাবে না।
(১১) পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয়ের সময় সকলকে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।
(১২) ক্রেতা ও বিক্রেতা উভয়কে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। যেসব ক্রেতা মাস্ক পরিধান করবেন না এবং সামাজিক দূরত্ব মেনে চলবেন না তাদের নিকট পণ্য বা সেবা বিক্রয় থেকে বিরত থাকতে হবে।
(১৩) প্রত্যেক ব্যবসায়ীকে তাদের নিজ নিজ দোকানে নিয়মিতভাবে জীবানুনাশক স্প্রে ব্যবহার করতে হবে এবং ক্রেতাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
উপরোক্ত নির্দেশনাসমূহের যে কোন একটি কেউ লংঘণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহীত হয়।
(১৪) আজ ৪ জুন হতে পুলিশ বাহিনী কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করতে এবং সড়কে চলাচলকারী গণপরিবহনে শৃঙ্খলা আনতে নতুন পজ মিটার ব্যবহার শুরু হবে।
উক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ মুন্সীগঞ্জের সহায়তায় সুপার মার্কেট, কাচারী সি এন জি স্টেশন, মুক্তারপুর সিএনজি স্ট্যান্ড ও লঞ্চঘাটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় অধিকাংশ যানবাহনকে নির্দেশনা মেনে চলাচল করতে দেখা যায়।
তবে কিছু অসেচেতন যাত্রী ও চালককে মাস্কবিহীন অবস্থায় যাতায়াত করতে দেখা যায়। অটোরিকশায় ৩ জনের অধিক যাত্রী নিয়ে কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়। উপরোক্ত নির্দেশনা লঙ্ঘন করায় জরিমানা করা হয়। যানবাহন থেকে নির্ধারিত যাত্রীসংখ্যার অতিরিক্ত যাত্রী নামিয়ে দেয়া হয়। উপস্থিত সকল যাত্রী ও চালকদের সতর্ক করা হয়।
করোনাভাইরাস এর বিস্তার রোধে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান অব্যহত থাকবে।