আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রভাবশালীদের দখলে খাল ও রাস্তা সংলগ্ন সমস্ত খাস জমি। বিভিন্ন পণ্যের দোকান – মার্কেট বানিয়ে মোটা অংকের টাকা অগ্রিম নিয়ে ভাড়া দিয়ে লুটেপুটে খাচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
সচেতন মহলের মতে, দখলবাজ প্রভাবশালীরা খাস জমি দখল করে এভাবেই মাসে টাকার পাহাড় গড়ছে। ঘোড়দৌড় কাঠপট্টিতে সরকারি খাস জমিতে দোকান দেওয়ার পরও দু’পাশের রাস্তা দখল করে বড় বড় খন্ডিত গাছভর্তি ট্রাক থামিয়ে শ্রমিক দিয়ে নামাতে প্রায়ই যানযটের সৃষ্টি হয়। যানজট নিরসনে এসব অবৈধ দোকান – মার্কেট উচ্ছেেদ করা জরুরী হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করেন।
নিউজটি শেয়ার করুন :