শিরোনাম

মুন্সীগঞ্জ লৌহজংয়ে ফ্রি মেডিকেল চেকআপ কর্মসূচি উদ্বোধ


আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দরিদ্র ও দুস্থের মাঝে বিনামূল্যে চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার বেজগাঁও মৃধা বাড়িতে ফারুক ইকবাল মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মো. ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে ও ডা. আবদুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সরকারি লৌহজং বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে ডা. এলিজা শিরীন, ডা. হাবিবুল্লাহ উপল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ কাজী বাবুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ খান সঞ্জিব ও স্থানীয় ইউপি সদস্য শারমিন আক্তার বক্তব্য রাখেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা জানান, আজ (গতকাল শুক্রবার) থেকে বিনামূল্যে মেডিকেল চেকআপ কর্মসূচি উদ্বোধন করা হলো। আগামী প্রতি শুক্রবার থেকে বিনামূল্যে মেডিকেল চেকআপ ও ওষুধ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :