শিরোনাম

মুফতি জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামুনুল হকের লাইভ, বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট:

অত্যন্ত বেদনা ও দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই কথাটি বলার জন্য এই মুহূর্তে লাইভে এসেছি। প্রিয় দেশবাসী আপনারা সকলেই জেনেছেন যে, গত কাল বিকাল বেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগরীর নায়েবে আমির মুফতি ফজলুল হক আমিনী (রহ.)’র জামাতা মুফতি জসিম উদ্দিন সাহেবের উপর সন্ত্রাসী আক্রমণ হয়েছে। হামলা হয়েছে এবং তার প্রাণনাশের উদ্দেশ্যে এই ঘটনাটি, আক্রমণের ঘটনা ঘটেছে।

নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। ইতিমধ্যে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। আমরা ঢাকা মহানগরীর পক্ষ থেকে বায়তুল মোকাররমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত এই হামলার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আছর নামাজের পরে বিক্ষোভ মিছিল ইনশাল্লাহ। মুফতি জসিম উদ্দিন সাহেবের উপর এই হামলার ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

আলেম-উলামা, দেশপ্রেমিক জনতার জীবনের নিরাপত্তার বিষয়টি কোনোভাবেই গুরুত্বহীন করা। অথবা মূল হত্যাকারী, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, হামলা পরিচালনাকারীদেরকে কোন ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এইজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সকল দায়িত্বশীল এবং কর্মীদের আহ্বান জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন সকলেই বায়তুল মোকাররম মসজিদে সালাত আদায় করে বিক্ষোভ মিছিল রোগ দিবেন।

সারাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমাদের আহ্বান জসিম উদ্দিন সাহেবের অসুস্থতার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। তার যখন অত্যন্ত ভয়াবহ অনেক গভীর গিয়েছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রাণনাশের পরিকল্পনা নিয়েই এই হামলা। সর্বশেষ বিক্ষোভ মিছিলে সকলের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন :