হিজলা থানা প্রতিনিধি: বরিশাল হিজলা উপজেলার যুবকরা টিভি’র ক্রিকেট খেলার বাজি ধরে ভয়ঙ্কর জুয়ার আড্ডায় লিপ্ত। বাজার গুলীর মধ্যে হোষ্টেল-রেস্তোরাঁয় তরুণ ছাত্র, যুবক ও মাঝ বয়সী ব্যবসায়ীকরা টেলিভিশন’র ক্রিকেট খেলা দেখে বাজি ধরে ভয়ঙ্কর নেশায় প্রতিদিন ক্রিকেট বাজির নামে জুয়া খেলায় মেতে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় তারা খেলার উইকেটে কোন দল জিতবে, কোন খেলোয়াড়ের কত ওভার হবে, কয় ওভারে কয় রান হবে, কোন খেলোয়ার হাফ সেঞ্চুরি/সেঞ্চুরি করবে- এসব বিষয়ে বাজি ধরে। অপর দিকে বাজির টাকা নগদ পরিষদ করতে হয়। প্রচল অাছে সুদে ঋণ নিয়ে হইলেও বাজির টাকা নগদ পরিষদ করতে হয়।
এ যেন মহামারি ছড়িয়ে পড়েছে দেশের সর্ব মহলে, সকল পেশার মানুষের মাঝে। বাদ পড়েনী স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র/ছাত্রীরা। এ জুয়ার দ্বারা আত্মহত্যার খবরও শুনতে পাওয়া।
ক্রিকেট জুয়ার টাকা যোগাতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছে যুবকরা। বাজারগুলো ও পাড়া-মহল্লায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়িয়ে দিলে যুবসমাজ রক্ষা পাবে জুয়া থেকে। সমাজে বড় ধরনের কোনো সর্বনাশ হওয়ার আগেই বন্ধ করতে হবে এমন অনৈতিক কর্মকাণ্ড, এমন দাবী অভিভাবদের।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় আমাদের কাজ চলছে আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নিব।