এম এ তাহের (তারেক)
সিতাকুন্ড উপজেলায় সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল ১১ঘটিকায় মাওলানা আবুল বশর এর সভাপতিত্বে মাস্টার গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল বারেক, এম এ তাহের (তারেক), আইয়ুব আলী, ডাঃ আবুল খায়ের। বিভিন্ন উপজেলা কমিটির আগত নেতৃবৃন্দরা হলেন আব্দুল মালেক, আবিদা সুলতানা, সেমিম রুহিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবকের ক্ষতিগ্রস্ত সদস্যদের দুঃখ-দুর্দশা ও অমানবিক জীবনযাপনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন ইমাম হোসেন স্বপন। তিনি বলেন সমাজের সম্মানিত ব্যক্তিদের ব্যবহার করে যুবক কর্তৃপক্ষ সীতাকুন্ড এলাকা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে , তিনি বলেন সরকার গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অর্থ (টাকা)ফিরিয়ে দিয়ে ক্ষতিগ্রস্তদের কে স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন আকিবুর রহমান, মনোয়ারা বেগম সহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে বলেন যুবকের ক্ষতিগ্রস্ত কিছু সংখ্যক সদস্যদের নিয়ে দেশব্যাপী অর্থ আদায়ের লক্ষে কাজ করার জন্য যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি রেজিঃ নং এস ১১৮০৩ নামে একটি সংগঠন করেছি। যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির ব্যানারে আন্দোলন-সংগ্রাম ও তদবীরের মাধ্যমে যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাওনা আদায়ে বর্তমানে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন সকল ক্ষতিগ্রস্তকে একত্রিত হয়ে সরকারকে সহযোগিতা করে পাওনা অর্থ বুঝে নিতে হবে।