শিরোনাম

যুবকে ক্ষতিগ্রস্ত সদস্যদের আলোচনা সভা


এম এ তাহের (তারেক) চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
অদ্য দুপুর ৩ ঘঠিকার সময় চট্টগ্রাম হাটহাজারী বিশ্ববিদ্যালয় জোবরা এলাকায় নবযুগ ক্লাবে মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আবুল খায়ের এর সঞ্চালনায় যুবকে ক্ষতিগ্রস্ত সদস্যদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল বারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ তাহের (তারেক) , আবিদা সুলতানা, আব্দুল মালেক, সঞ্জিত কুমার দেবনাথ।

স্থানীয় যুবকের ক্ষতিগ্রস্ত সদস্যদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন, মোসাম্মৎ ফজিলাতুন্নিছা (রোজি), মোহাম্মদ মুসা খান, মোঃ আব্দুল কাদের, মোহাম্মদ জামাল, মোসাম্মৎ মনোয়ারা বেগম সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা সরকারের সুদৃষ্টি কামনা করে বলেন, যত দ্রুত সম্ভব একজন প্রশাসক – রিসিভার নিয়োগের মাধ্যমে পাওনা অর্থ ফিরিয়ে দিয়ে স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ করে দেবেন এটাই একমাত্র আমাদের দাবী সরকারের নিকট।

প্রধান অতিথির বক্তব্যে বলেন যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি পাওনা আদায়ের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে পাওনা আদায়ের লক্ষ্যে বর্তমানে আমরা একটা অবস্থানে এসে পৌঁছেছি। সকল ক্ষতিগ্রস্তদের সংঘটিত হবার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে মোহাম্মদ সেলিম উদ্দিনকে সভাপতি , মোসাম্মৎ ফজিলাতুন্নিছা (রোজি) কে সাধারণ সম্পাদিকা করে যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির পূর্ণাঙ্গ হাটহাজারী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :