নিজস্ব প্রতিবেদক : রংপুর মহানগর বিএনপির সভাপতি, বিশিষ্ট ক্রিরাবিদ ও ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন (৬৬) আর নেই। রবিবার রাত সাড়ে ৮ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। (ইন্না………..রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। প্রয়াত মোজাফ্ফর হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি রংপুর জেলার সভাপতি-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় হকিদলের সাবেক খেলোয়াড়, রংপুর জেলা ফুটবল দলের সাবেক স্ট্রাইকার, জাতীয় ব্যডমিন্টন দলের সাবেক খেলোয়াড়, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা রাহাত হোসেন জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধ্যায় নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে তিনি বাড়িতে ফিরে অসুস্থবোধ করলে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।