ইমাম হোসাইন কুতুবী, রাঙ্গামাটি: “পাহাড় জুড়ে রক্তের প্রয়োজনে” এই শ্লোগান কে সামনে রেখে পার্বত্য চট্রগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও রক্তদাতা সংগঠন রাঙামাটি ব্লাড ফোর্সের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
গতকাল ১৩সেপ্টেম্বর শক্রবার, শহরের এক রেস্টুরেন্ট এ রাঙ্গামাটি ব্লাড ফোর্সের কার্যকরী মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে সংগঠনের অন্যতম এডমিন রমজান আলীকে আহবায়ক ও এডমিন রবিউল হাসানকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি ব্লাড ফোর্স’র প্রতিষ্ঠাতা এডমিন লায়ন কামাল হোসেন, এডমিন নুর তালুকদার মুন্না, এডমিন আহমেদ ইশতিয়াক আজাদ।
এডমিনবৃন্দ বলেন, সংগঠনের মানবিক কাজগুলো গতিশীল করতে আহবায়ক কমিটি করা হয়েছে এবং আগামীতে রাঙ্গামাটিতে যেকোনো সামাজিক কাজ ও দূর্যোগ পরিস্থিতিতে রাঙামাটি ব্লাড ফোর্স এগিয়ে থাকবে ।
- আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হল:
আহবায়ক: মোঃ রমজান আলী সিঃ যুগ্নআহবায়কঃ সোহেল রানা, যুগ্ন আহবায়ক: বাশার আজম,যুগ্ন আহবায়ক: আকিব জাবেদ, সদস্য সচিবঃ রবিউল হাসান শান্ত, যুগ্ন সচিবঃমোঃরফিকুল ইসলাম, সদস্য নুসরাত জাহান (মিতালী), তাসনিম তাবাচ্ছুম(তাইফু), নুসরাত জাহান হিমু, শাহরিয়ার মুহাম্মদ শহিদুল্লাহ্, ফারুক খান সানী,তানজু আক্তার, আরিফা শ্যামা, মোঃমিল্লাত খান,মোঃশামসুল আলম (রনি),শাহরিয়ার রাকিব, তানিয়া আক্তার(জান্নাত), মিসকাতুল নুর প্রিয়া, মুনিরা আক্তার পুষ্পা, জাবের খান, মোঃইসমাইল।