শিরোনাম

রাঙ্গাবালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তালের বীজ রোপণ

এম এ ইউসুফ আলী, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ৫০০০ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিকেলে ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ ও সিপিপি ছোট বাইশদিয়া ইউনিয়ন এর উদ্যোগে, উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের কাউখালী চরের উপর নির্মানধীন সড়কে এ বীজ রোপণ করা হয়।

বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন, সিপিপি ছোট বাইশদিয়া শাখার টিম লিডার ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলে আকবর লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও কাঁচা সড়ক ও বেড়িবাঁধ টেকসই করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ।

নিউজটি শেয়ার করুন :