শিরোনাম

রাঙ্গাবালীতে আবারো লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকা- রাঙ্গাবালী পায়রা বন্দর-খেপুপাড়া নৌ রুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে মানববন্ধন করেছে সাধারণ জনগণ।

রবিবার সকাল ১১টায় উপজেলার ফেলাবুনিয়া বাজারের ব্যবসায়ীসহ কয় একটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধন করেন।
স্থানীয় সুত্রে জানাযায় কয়েক মাস আগে রয়েল ক্রুজ ২ নামের একটি লঞ্চ কোম্পানী কলাপাড়া,রাঙ্গাবালী টু ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু করে যাত্রীদের ঢাকায় আসা-যাওয়ায় খুব ভালোই দিন কাটছিল হঠাৎ একটি কুচক্র মহল তাদের বিরুদ্ধে মামলা করলে ওই নৌরুটে কিছুদিন পরে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

এর কিছুদিন পরে এ লাইনে আবারো তিনটি লঞ্চ এ্যাডভেঞ্চার ১১, ইয়াদ, ও সুন্দর ৬ আসতে শুরু করে ঢাকা থেকে পায়রাবন্দর রাঙ্গাবালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চটি সন্ধ্যা ছয়টার সময় ছারলে রাঙ্গাবালীতে এসে পৌঁছায় সকাল ৭ থেকে ৮টা এসময় লাগে এ ভালো সুযোগ-সুবিধা পেয়ে নিম্নাঞ্চলের সাধারণ জনগণ মনে করছেন আমারা এখন সঠিক সময়ের মূল্য দিতে পারবো।

কারন রাঙ্গাবালী থেকে মেলকার নামের একটি কোম্পানির,জাহিদ,রাসেল নামের লঞ্চ আসা-যাওয়া করে রাঙ্গাবালীর কোড়ালিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ১১টা বাজে ছেড়ে গেলে পরের দিন সকাল ৮ থেকে ৯ মধ্যে ঢাকা সদরঘাট পৌঁছায় তাই সাধারণ জনগণ মনে করেন এ্যাডভেন্সার, সুন্দরবন, ইয়াদ, এই লঞ্চগুলি অতি তাড়াতাড়ি যাতায়াত করার কারণে মেলকার কোম্পানির লঞ্চে সাধারণ মানুষ কম আসা যাওয়া করে তাই এই মামলার পেছনে তাদের ইন্ধন থাকতে পারে।

নিম্নঅঞ্চলের সাধারণ জনগণের একটাই দাবী কে বা কাহারা এই মামলার সাথে জড়িত এগুলো তারা দেখতে চায় না তাদের একটাই দাবি ঢাকা রাঙ্গাবালী পায়রাবন্দরের লঞ্চ যেন পুনরায় আবারও চালু হয় তাই তারা এ মানববন্ধন করেন। এসময় রাজিব মৃর্ধা বলেন,বাংলাদেশের সবচেয়ে অবহেলিত থানা হল রাঙ্গাবালী যেখানে নেই বিদ্যুৎ যে খানে নেই সরকারি হাসপাতাল। যে থানার সাথে নেই যাতায়াত সরক ব্যাবস্তা।

যাতায়েতের জন্য মানুষকে দৌরাতে হয় নৌ-পথে।মৌডুবী, বড়বাইশদিয়া ও চালিতাবুনিয়া। এই তিন ইউনিয়ানের লোকজন ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাতায়েতের জন্য অনেক ভোগান্তির শিকার হন অধিক খরচ ও সময় ব্যায় হয় তাদের । তবে ঢাকা টু পায়রাবন্দর এর জে নৌরুট আছে সে রুটে যদি লঞ্চ চলাচল করে তাতে করে উপরোক্তো ইউনিয়ানের লোকজনের দূরভোগ অনেক কমে যাবে।

কিন্তু মেলকার কোম্পানি তাদের নিজস্ব সার্থের জন্য পায়রাবন্দর রুটের লঞ্চ কে মামলা দিয়ে বন্ধ করে দেয় তাই আমাদের দাবি ঢাকা টু পায়রাবন্দর রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হোক। যাতে করে আমাদের সময় ও খরচ টা বাচে। এবং তারই পাশাপাশি মেলাকার কোম্পানিকে তীব্র নিন্দা জানাচ্ছি

নিউজটি শেয়ার করুন :