এম এ ইউসুফ আলী,পটুয়াখালী, রাঙ্গাবালী : পটুয়াখালী,কলাপাড়ার রাঙ্গাবালী উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে আজ।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও রোববার কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা ওইসব গ্রামে ঈদ উদযাপন করছে।
স্থানীয়রা জানায়, উৎসাহ-উদ্দীপনার মধ্যে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রাঙ্গাবালী উপজেলার পশুরবুনিয়া ইউনিয়নে নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ওইসব গ্রামের অন্তত ৪-৫ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। তারা কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।
কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী রাঙ্গাবালী জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন শাহিন বলেন, প্রতি বছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই উপজেলার নির্ধারিত স্থানগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়।