শিরোনাম

রাঙ্গাবালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জোছনা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার চর-মোন্তাজ ইউনিয়নের চর-বেষ্টিন গ্রামে এঘটনা ঘটে।মৃত জোছনা রেজাউল করিমের স্ত্রী।

স্থানীয়রা জানায়,মৃত জোছনা স্বামি উপজেলার চরবেষ্টিন গ্রামের একটি মাছের ঘেরে পাহাড়ার কাজ করতো। বিকালে স্বামি স্ত্রী’র মধ্যে কথা কাটা কাটি হয়।এরপর রেজাউল মাঠে গরু চরাতে গেলে ওই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় জোছনার লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছি

নিউজটি শেয়ার করুন :