শিরোনাম

রাঙ্গাবালীতে চালসহ আটক ১

 

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি চালসহ আইয়ুব আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার জুগির হাওলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় আইয়ুব আলীর ঘর থেকে ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। আইয়ুব আলী জুগিরহাওলা গ্রামের আলী আকবর ডাক্তারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালালে ৮ বস্তা চাল পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় আনা হয়েছে।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন :