শিরোনাম

রাঙ্গাবালীতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

এম এ ইউসুফ আলী, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয় ।

সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিসেফের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়

এ কর্মশালায় জলবায়ু পরিবর্তন কি ?, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা ও কিভাবে এর মোকাবেলা করা যায় সে বিষয়ে ইউনিয়ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরে উপস্থিত স্টেকহোল্ডারগন চার্ট আকারে তাদের কর্মপরিকল্পনা প্রদর্শন করেন ।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

এসময় আরও উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের পটুয়াখালী জেলার প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকিজ উদ্দিন হাওলাদার,রাঙ্গাবালী উপজেলা ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টারের (ভার্ক)সমন্বয়ক মোঃ মহসিন তালুকদার, সিপিপি ছোট বাইশদিয়া ইউনিয়ন টিম লিডার হাজী মাহমুদ হাসান, ইউপি সদস্য বৃন্দ,সাস্থ কর্মী ও চিলড্রেন কাউন্সিল এর সদস্য বৃন্দ

সব শেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ।

নিউজটি শেয়ার করুন :