শিরোনাম

রাঙ্গাবালীতে জোয়ারের পানিতে একাধিক গ্রাম প্লাবিত

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি:

আমাবস্যার প্রভাবে জোয়ারের পানি বেড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘন্টার জোয়ারে ওইসব গ্রামের ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দি হয়ে বিপাকে পড়ে হাজারও মানুষ।

আমাবস্যার কারণে দ্বিতীয় দিনের মত নদণ্ডনদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ জোয়ারের পানি প্রবাহিত হয়। স্থানীয়রা জানায়, আম্পানসহ বিভিন্ন দুর্যোগে ভেঙে থাকা সংস্কারবিহীন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া বাজার, বিবির হাওলা, গোলবুনিয়া, চরলতা, মধ্য চালিতাবুনিয়া ও মরাজাঙ্গী গ্রাম প্লাবিত হয়। একইসঙ্গে ভাঙা বেড়িবাঁধ দিয়ে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে এবং ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের লোকালয়ে পানি ঢুকে যায়।

শুধু এই ৮টি গ্রামেই নয়, খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গঙ্গিপাড়া, চরযমুনা, উত্তর চরমোন্তাজ ও চরগঙ্গা, কোড়ালিয়াসহ বেড়িবাঁধের বাহিরের নিম্নাঞ্চলগুলোও প্লাবিত হয়। ওইসব এলাকার মৎস্য ঘের ও পুকুর পানিতে তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। সাড়ে পাঁচ ঘন্টার জোয়ারে পানিবন্দি অন্তত দুই হাজার মানুষ পড়েছিল সীমাহীন দুর্ভোগে। জোয়ারের কারণে বিপাকে থাকা গ্রামবাসী বলছেন, অস্বাভাবিক জোয়ারের পানিতে তাদের একদিকে সীমাহীন দুর্ভোগ। অপরদিকে প্রতিনিয়ত জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, আম্পানের চেয়ে এই জোয়ারে পানি বেশি উঠেছে। আমাদের পুরো ইউনিয়ন তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধগুলো সংস্কার না করায় স্বাভাবিকের চেয়ে একটু পানি বাড়লেই সব তলিয়ে যায়। তাই এই এলাকার মানুষের কথা বিবেচনা করে ভাঙা বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য সরকারের সুদৃষ্টি কামানা করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ভাঙা বেড়িবাঁধ সংস্কার প্রয়োজন। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :