এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি :
সরকারি নির্দেশনা অমান্য করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ জরিমানা করেন।
ইউএনও মো. মাশফাকুর রহমান বলেন, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া উপজেলার অন্যান্য দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সরকারি সেই নির্দেশ অমান্য করায় শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খালগোড়া বাজারের দুইজন, পুলঘাট বাজারের একজন, আমলিবাড়িয়ার একজন ও বাহেরচর বাজারের তিনজন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নিউজটি শেয়ার করুন :