এম ইউসুফ আলী, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে মদ তৈরির ঘাঁটি হিসেবে পরিচিত ওই ইউনিয়নের তুলাতুলী গ্রামের মৃদুপাড়া রাখাইন পল্লীতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হল-ওই ইউনিয়নের কাজিকান্দা গ্রামের মৃত পংসে রাখাইনের ছেলে পুটুসে রাখাইন (৫২) ও কেউর হাওলা গ্রামের মনির প্যাদার ছেলে সোহাগ প্যাদা (১৯)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মৃদুপাড়া রাখাইন পল্লীতে রাখাইনদের একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১ টায় রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই পল্লীতে অভিযান চালায়। এ সময় মদ তৈরির ৪০ লিটার উপকরণ এবং বিভিন্ন সরঞ্জাম, ৫ লিটার মদ ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে এক রাখাইনসহ দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, রাখাইন পল্লী থেকে আটক হওয়া ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার সকালে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।