এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পাখি আক্তার (১৩) নামের এক পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রীর লাশ সকাল ১০টায় উদ্ধার করে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী থেকে লাশটি উদ্ধার করা হয়।পাখি ওই ইউনিয়নের গহিনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং গহিনখালী গ্রামে আলী আকবারের মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত দেড়টায় নিজ ঘরের মধ্যে পাখির ঝুলন্ত লাশদেখতে পায় পরিবারের লোকজন।পরে তাদের আহাজারি শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। প্রতিবেশীরা বলেন,তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার পাখির মা মোসা:আয়শা আক্তার পাখিকে মারধর করে। ধারনা করা হচ্ছে এ কারণেই পাখি মাদের অভিমান করে পাখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।