শিরোনাম

রাঙ্গাবালীতে ৫০ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু

 

এম এ ইউসুফ আলী, পটুয়াখালী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৫০ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।

এসময় আনুষ্ঠানিকভাবে ১৩ হাজার ফলজ ও বনজ গাছের চারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বাকি ৩৭ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগির, সহকারি শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :