শিরোনাম

রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক কামাল সহ আহত- ৩

ডেস্ক রিপোর্ট: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় লোহা বোজাই ট্রাক এবং যাত্রী বোজাই সি এন জি টেক্সির মুখোমুখী সংঘর্ষে অপরাধ বিচিত্রা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মোঃ কামাল হোসেন তার স্ত্রী আন্দরকিল্লা জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের স্টাফ মামুনা বেগম ও শ্যালিকা ঝুমুর সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ৪ ফেব্রুয়ারী সন্দ্যা ৬ ঘঠিকায় এ ঘঠনাটি ঘঠে। স্থানীয় জন সুত্রে জানাযায় বেপরুয়া গতিতে আসা চট্টমেট্রো ড ০২০০১৭ ট্রাকটি সি এন জি টেক্সিকে ধাক্কা দিলে সি এন জি টেক্সির ভিতরে থাকা ৩ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন :