শিরোনাম

রাজবাড়িতে করোনা উপসর্গে মৃত, দাফন করলো ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন’র নেতারা 

রাজবাড়ি প্রতিনিধি।।

রাজবাড়ি জেলার খানগন্জ ইউপির রঘিনাতপুর এলাকায় ১৯ আগষ্ট -২০ইং রাত ২ ঘটিকায় হাজি আবুল হেসেন বিশ্বাস নামে এক লোক করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।তার (বয়স ৭০) ছিলো।

উল্লেখ্য যে,তিনি ১৩ আগষ্ট থেকে ফরিদপুরের ২৫০ বেড হসপিটালে চিকিৎসাধীন ছিলো। ৬ দিন ভর্তি থাকার পর হাজি আবুল হোসেন বিশ্বাস না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহ)

১৯ আগষ্ট -২০ইং সকাল ১০:৩০ মিনিটে রঘুনাতপুর কবরস্হানের পাশে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।দাফন কাফনের সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন মুহাম্মদ সাগর খান, ও কাজি আজাদ হোসেন প্রমুখ

এতে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন নুরুল ইসলাম,খানগন্জ ইউ:পি চেয়ারম্যান জনাব আতাহার হোসেন তকদির সহ স্হানীয় ব্যক্তি বর্গ
এবং ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি জেলা শাখার #টিম প্রধান হাফেজ আব্দুল্লাহ সাহেব।

এছাড়াও উপস্হিত ছিলেন,#ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি জেলার দায়িক্তশীলবৃন্দ:-
হাফেজ মাও :মোঃ নুরুল ইসলাম
মাও মোঃ আবু সাঈদ আল কাফি
মোঃ মমিন শেখ,মোঃ আবুল মালেক,মোঃ সানোয়ার,মোঃ দেলোয়ার,মোঃ রাকিবুল ইসলাম,মোঃ হাবিবুর রহমান

(ঘরে থাকুন নিরাপদে থাকুন।অসহায় মানুষের পাশে এগিয়ে আসুন।)

আহবানে: হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ।
সভাপতি, ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি জেলা শাখা।

নিউজটি শেয়ার করুন :