শিরোনাম

রাজাপুরে ইশাছাত্র আন্দোলন’র কমিটি গঠন,  সভাপতি আব্দুল কাইউম সাধারণ সম্পাদক জহির

এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী প্রতিনিধি: 

অদ্য ১১ই ফেব্রুয়ারী বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার ২০২১ইং সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়। শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুল কাদের তাওহীদী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক বিন আব্দুল আউয়াল এর সঞ্চালনায় উপজেলা কার্যালয় অনুষ্ঠিত এ সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ফাযিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ রাজাপুর উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান।

প্রাধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলা সহ সভাপতি মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সাধারন সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ ইব্রাহীম আল হাদী,ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, রাজাপুর উপজেলা সাবেক সভাপতি এম.আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিয়াদ হাসান।

অনুষ্ঠান শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে আগামী ২০২১ইং সেশনের সভাপতি হিসেবে মুহাম্মদ আব্দুল কাইউম সহ সভাপতি হিসেবে মুহাম্মদ ইসহাক বিন আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ জহিরুল ইসলামকে শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা সহ সভাপতি মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান

নিউজটি শেয়ার করুন :