এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী প্রতিনিধি
অদ্য ১৪ই ফেব্রুয়ারী বিকেল ০৩ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার ২০২১-২৩ইং সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়।
উপজেলা সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ্ ফয়েজী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহীম আল হাদী’র সঞ্চালনায় উপজেলা কার্যালয় (সৈয়দ ফজলুল করীম রহ.মাদ্রাসা কমপ্লেক্সে) অনুষ্ঠিত এ সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠী জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন।
প্রাধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ঝালকাঠী জেলা সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠী জেলা সাধারন সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলে আলী খান,জাতীয় ওলামা মশায়েখ আইয়াম্মা পরিষদ ঝালকাঠী জেলা যুগ্ন সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম কারিমী।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমীক আন্দোলন রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন আহমেদ,ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সাবেক সভাপতি এম.আমিনুল ইসলাম, বর্তমান সভাপতি মুহাম্মাদ আব্দুল কাইউম আশ্রাফি,সাধারণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ ।
অনুষ্ঠান শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে আগামী ২০২১-২০২৩ইং সেশনের সভাপতি হিসেবে মাওলানা হেদায়েতুল্লাহ্ ফয়েজীকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কারী ইব্রাহিম আল হাদীকে শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন।