আমিনুল ইসলাম, ঝালকাঠী বিশেষ প্রতিনিধি:
অদ্য ০৮/০৫/২০ ইং রোজ শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যান তহবিল থেকে ঝালকাঠির রাজাপুরে অসহায়-দুঃস্থদের মাঝে চিকিৎসার জন্য সহায়তা চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির।
এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান জানান, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ৩৭ জন অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কল্যান তহবিল থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ হয়। এর মধ্যে রাজাপুরে ২৮ জন ও কাঠালিয়ায় ৯ জন রয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ’র সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন-
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার, জাকির হোসেন, উপজেলা সেচ্ছা সেবকলীগ আহব্বায়ক নাসির উদ্দিন মৃধা ও সাইফুজ্জামান রুবেল সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।