এম.আমিনুল ইসলাম, ঝালকাঠী বিশেষ প্রতিনিধি: ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলা’র আদর্শ পাড়া’য় প্রথম করোনা রোগী সনাক্ত হওয়া এলাকায় লকডাউনে থাকা পরিবারের মাঝে সোহাগ ক্লিনিকের পরিচালক এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
লকডাউনে থাকা কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন মানব সেবায় পরিচালিত প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিকের পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজাপুর সভাপতি মোঃ আহসান হাবীব সোহাগ। লকডাউনে থাকা পরিবারের জন্য ঐ এলাকার সেচ্ছাসেবক মোঃ বাচ্চু মোল্লার কাছে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন ও উপস্থিত লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
খাদ্যসামগ্রী বিতরন সহযোগীতায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, ঝালকাঠি নাগরিক ফোরামের মানব সম্পাদক ও বিএমএসএফ রাজাপুর নিবার্হী সদস্য এমরান হোসেন আদনান প্রমূখ।
এসময় মোঃ আহসান হাবীব সোহাগ সবাইকে সাধ্যমত কর্মহীন অসহায় দুস্থ্য মানুষের পাশে দারানোর আহবান জানান।
উল্যেখ্য,সম্প্রতি ঐ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স এর শরীরে উপজেলায় প্রথম করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হলে সিনিয়র নার্স এর পরিবারসহ আশে-পাশের আনুমানিক ৫০ পরিবারকে লকডাউনে রাখে স্থানীয় উপজেলা প্রশাসন