শিরোনাম

রামুতে রাতের আধারে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ: ৩০ হাজার মাছের মৃত্যু

সিদ্দিক আহমদ আতিক, কক্সবাজার: রামুতে রাতের আধারে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে ৩০ হাজার মাছের মৃত্যু। ঘটনাটি ঘটেছে ২ আগস্ট দিবাগত-রাতে খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব ধেছায়াপালং হেডম্যান পাড়া লাল পাহাড়ের দক্ষিণ পাশে।

প্রোজেক্টের স্বত্বাধিকারী পূর্ব ধেছুয়াপালং এলাকার জমির আহাম্মদের ছেলে লিয়াকত আলী জানান, আমি নতুন দুটি প্রজেক্ট করেছি, প্রজেক্টে কাতাল, গ্লাস কাপ, তেলাপিয়া, মাল, চিতল মাছের ৩০ হাজার মাছের পূনা ছাড়ছি। মাছের বয়স প্রায় ১৫ দিনের মত হবে, আমার প্রজেক্টে পাহারাদার লালমিয়া এবং আমি ছিলাম, রাত ১টার পর পাহারাদার লালমিয়েকে প্রজেক্টে রেখে আমি বাড়িতে চলে যাই।

রাত সাড়ে ৩টার দিকে পাহারাদার লালমিয়া আমাকে ফোন করে জানায় প্রজেক্টে কে বিষ প্রয়োগ করেছে জানিনা সব মাছ মারা গেছে, আমি বাড়ির থেকে প্রজেক্টে এসে দেখি সব মাছ পানির উপর ভাসছে। প্রজেক্টে শত্রুতামি করে কে বিষ প্রয়োগ করেছে আমি জানিনা।

এব্যাপারে আমি রামু থানায় জিডি করব, আমি প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন :