আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, চার্লি হেবদো পত্রিকা রাসূল সা. ব্যঙ্গচিত্র পূনঃ প্রকাশ করে মুসলমানদের ঈমানের উপর আঘাত করেছে। চার্লি হেবদো পত্রিকা রাসূল সা. এর ফ্রান্সের কুখ্যাত কার্টুনিষ্ট লরেন লিস কর্তৃক অঙ্কিত রাসূল সা. এর ব্যঙ্গচিত্র ঐ দেশের চার্লি হেবদো পত্রিকায় পূনঃ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান তিনি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বিরানব্বই ভাগ মুসলমান দেশের সরকার এব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষে কোন প্রতিবাদ করেনি। যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অমুসলিম ও নাস্তিক্যবাদী গোষ্ঠী রাসূল সা., আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে কটুক্তি ব্যঙ্গচিত্র অঙ্কন অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। অথচ ইসলাম মুসলমানদেরকে অন্যান্য ধর্মের বিষয়ে কটুক্তি করার কোন অধিকার দেয়নি। এ কারণেই মুসলমানরা অন্য ধর্ম সম্পর্কে কোন কটুক্তি বা অববমাননাকর মন্তব্য এখন পর্যন্ত করেনি। তিনি বলেন, মুসলমানরা তাদের জীবনের চেয়েও আল্লাহ ও রাসূল সা.কে ভালবাসে। কাজেই এসব অবমাননাকর কটুক্তি ও ব্যঙ্গচিত্র অঙ্কন একজন মুসলমান কোন ভাবেই মেনে নিতে পারে না। এ বিষয়ে কোন মুসলমানকে নিরব বসে থাকার সুযোগ নেই।
পীর সাহেব বলেন, ফ্রান্স ও সুইডেনের রাষ্ট্রদূতদের ডেকে এনে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চাপ দিতে হবে। ফ্রান্স ও সুইডেন সরকারকে এ বিষয়ে ক্ষমা প্রার্থণা করতে হবে এবং জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে কূটনৈতিক তৎপরতা সরকারকে অব্যাহত রাখতে হবে।