গিয়াস উদ্দিন, সিলেটঃ
সিলেটের বিশ্বনাথ বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
(৭ জানুয়ারি ২০) মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার নরসিংপুর গ্রামের সাজ্জাদ আলী ও আজির উদ্দিনের লোকজনের মাঝে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর গ্রামের আজির উদ্দিন ও সাজ্জাদ আলীর মাঝে কয়েকদিন ধরে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলছে।
মঙ্গলবার ঐ রাস্তা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এরপর এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিউজটি শেয়ার করুন :