ওসমান গণি – লক্ষ্মীপুর প্রতিনিধি :
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা দরিদ্র পরিবার বাড়ীতে অবস্থান করা ও খাদ্যের সমস্যা না হয় সে লক্ষে ১৫’শ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলহ্বাজ মোহাম্মদ আলী খোকন।
শনিবার দুপুরে উপজেলার উত্তর চর আবাবিল ও দক্ষিন চর আবাবিল ইউনিয়ন ১৫’শ দরিদ্র পরিবারকে ১৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তৈল ও একটা করে সাবান দেয়া হয়েছে।
রায়পুরের যুবলীগ নেতা কৌশিক আহমেদ সোহেল বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিশনের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আ’লীগ নেতা শিল্পপতি মোহাম্মদ আলী খোকন শুক্রবার ও শনিবার তার এলাকার দরিদ্র পরিবারকে এ খাদ্য সামগ্রী নেতা-কর্মীদের মাধ্যমে বিতরন করেছেন।
নিউজটি শেয়ার করুন :