শিরোনাম

রায়পুরে ৩৫’শ দরিদ্র পরিবারকে বেঙ্গ স্যু ইন্ড্রাট্রিজের পক্ষে খাদ্য সামগ্রী বিতরন

 

ওসমান গণি,লক্ষ্মীপুর প্রতিনিধি :

‘করোনাভাইরাস’ সংক্রমন ঠেকাতে সামাজিক সহায়তায় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল স্যু ইন্ড্রাট্রিজ লিমিটেডের পক্ষে সমাজ সেবক টিপু সুলতান। মঙ্গলবার সকালে-নিজের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দরিদ্র ৩৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়ার মাধ্যমে উত্তর চরবংশি, দক্ষিন চরবংশি, রাখালিয়া গ্রামের অসহায় পরিবার ও বেঙ্গল স্যু’র ১৮’শ নারীকে-জনপ্রতি শতাধিক পরিবারের মাঝে ৩ কেজি চাউল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ টি সাবান, ১ কেজি তেল, পেয়াজ ও রসুন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান এড. ইউসুফ জালাল কিসমত, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া,আ’লীগ নেতা আব্বাস উদ্দিন পাটোয়ারি, বেঙ্গল স্যু’র ম্যানেজার ফয়েজুল ইসলাম, পবিত্র সেন জয় ও শফিকুল ইসলাম।

সমাজ সেবক বিশিষ্ট শিল্পপতি টিপু সুলতান বলেন, এ মহামারি মরনব্যাধি করোনাভাইরাসে বিদেশের মাআমরা মোটামোটি ভালো থাকলেও আমার দেশে তথা গ্রামের অসহায় দরিদ্র দিনমজুর মানুষগুলো ভালো নেই। আমাদের সকলের দায়িত্ব দরিদ্র পরিবারের মাঝে সহায়তা করা। আমি আমার দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি।

নিউজটি শেয়ার করুন :