শিরোনাম

রায়পু‌রে ১টি কলার ছড়া ৫০০০ টাকায় বি‌ক্রি

ওসমান গণি, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে এক‌টি বাংলা কলার ছড়া ৫০০০ টাকা বি‌ক্রি হয়। আজ মঙ্গলবার ( ১৮ আগস্ট ) রায়পুর নতুন বাজার ম‌হিলা ক‌লে‌জের পা‌শে আহ‌ম্মেদিয়া মসজি‌দের সাম‌নে বাংলা কলার ১টি ছড়া গাছ পাকা কলা আছ‌রের নামা‌জের পর নিলা‌মে ৫০০০ টাকা দ‌রে কি‌নে নেন রায়পুর কা‌জির দী‌ঘির পাড় নুর‌মিয়া চৌধুরী বা‌ড়ির আ‌জিম চৌধুরী।

কলার ছড়া‌টি ক্রয় ক‌রে ক্রেতা জানান তার বড় ভাই সৌ‌দি থে‌কে অনলাইন ফেসবু‌কে দে‌খেন রায়পু‌রে মস‌জি‌দের এক‌টি গাছ পাকা কলার ছড়া নিলা‌মে বি‌ক্রি করা হ‌বে। সৌ‌দি প্রবাসী বড় ভাই‌ ম‌নোয়ার হো‌সেনের কথা ম‌তে তার ছোট ভাই আ‌জিম চৌধুরী নামা‌জের পূ‌র্বে রায়পুর মস‌জি‌দে এসে আস‌রের নামাজ প‌ড়েন । নামাজ শে‌ষে তি‌নি নিলা‌মে অংশ নেন এবং স‌র্বোচ্ছ দর ৫০০০ টাকা দি‌য়ে কি‌নেন। ক্রেতা আ‌জিম চৌধুরী ব‌লেন আস‌লে ব্যা‌তিক্র‌মি উ‌দ্যোগ আর টাকাটা মস‌জি‌দে দি‌তে পে‌রে আমরা অ‌নেক খু‌শি।

স্থানীয় সূ‌ত্রে জানাযায় মস‌জি‌দের পা‌শে ১ বৎসর পূ‌র্বে ১৩ টি কলাগাছ লাগান সাংবাদদিক আবু মূসা মোহন, রায়পুর সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি। গাছে কলা আস‌লে পাকার পর তি‌নি তা বি‌ক্রি ক‌রে মস‌জি‌দের ফা‌ন্ডে জমা ক‌রেন।

নিউজটি শেয়ার করুন :