ইমাম হোসাইন কুতুবী, রাঙ্গামাটি: আগামী ১৯ সেপ্টেম্বর’ বৃহস্পতিবার, বাদে আসর রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ বাজার জামে মসজিদ প্রাঙ্গনে তাবলীগ জামাতের এক ওজাহাতী জোড় অনুষ্ঠিত হবে।
ওজাহাতী জোড়ে উপস্থিত থাকবেন, ঢাকা মারকাজুদা দাওয়া আল ইসলামিয়ার শিক্ষা পরিচালক আল্লামা মুফতি আবদুল মালেক সাহেব।
উক্ত জোড়ে উপজেলার সকল সম্মানিত ওলামায়ে কোরাম, ইমাম সাহেবান, পুরাতন ও নতুন সাথীগণ ও শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য স্থানীয় জিম্মাদের পক্ষ থেকে আহবান করেন লংগদু ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদ।
নিউজটি শেয়ার করুন :