শিরোনাম

লকডাউনেও সিগনালগুলোতে ছিল গাড়ির লম্বা লাইন

ওলামা কণ্ঠ ডেস্ক: লকডাউনের দিন যত যাচ্ছে ততই রাজধানীর সড়কে যান চলাচল বাড়ছে। মানুষের সমাগমও অন্যদিনের তুলনায় গতকাল সোমবার ছিল বেশি। সরকার ঘোষিত লকডাউন শেষ হতে এখনো আরও দুই দিন বাকি থাকলেও ঢাকার রাস্তাঘাট স্বরূপে ফিরতে শুরু করেছে।

রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান প্রধান সড়কে গত কয়েক দিনের তুলনায় অধিক সংখ্যক রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও প্যাডেলচালিত রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন বেশি চলাচল করতে দেখা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা সত্তেও রাস্তাঘাটে বিপুল সংখ্যক মানুষকে চলাচল করতে দেখা যায়। লকডাউন শুরুর প্রথম সপ্তাহখানেক বিভিন্ন গুরত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি, গাড়ি নিয়ে বের হওয়ার কারণ এমনকি রাস্তাঘাটে বের হওয়া মানুষকে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।

গতকাল ডিএমপি ৬০৪জনকে গ্রেফতার করেছে। মোবাইল কোর্ট ১৬৮জনকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া ৭২৭টি গাড়ির জরিমানা করা হয়েছে প্রায় ১৬ লাখ টাকা।

গণপরিবহন চলাচল বন্ধ থাকার কারণে অধিকাংশ মানুষকে রিকশায় চলাচল করতে দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণপরিবহন না চলার সুযোগ নিয়ে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। রাজধানীর মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, আসাদগেট, গ্রিন রোড, নিউমার্কেট, গুলিস্তান, তেজঁগাও, কাকরাইল, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে মূল সড়কে বাধাহীনভাবে প্রায় সব ধরনের পরিবহন চলাচল করছে।

শুধু গণপরিবহন বন্ধ রয়েছে। অনেক সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট ও মাইক্রোবাসে যাত্রী নিয়ে চলাচল করছে। তাদের রোধ করতে ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হলেও অধিকাংশ স্থানে তা ফাঁকা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন :