এম এ আবির, কুয়ালালামপুর, মালয়েশিয়া:
মালয়েশিয়া টুরিস্ট ভিসায় মালয়েশিয়া এসে লকডাউনের আটকে পরা সকল বিদেশি নাগরিকদের জন্য সুখবর দিলেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। গতকাল ৫ই মে এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন ১ লা জানুয়ারি থেকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়া এসে মুভমেন্ট কন্টোল অডার ( MCO) কারণে যে সকল বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের কে মুভমেন্ট কন্টোল অডার ( MCO) শেষ হলে ১৪ কার্য দিবসের মধ্যে নিজ দেশে ফেরত যেতে পারবে কোন জরিমানা ছাড়া।
তবে অবশ্যই নিজ নিজ দেশের দূতাবাস থেকে প্রমাণ পএ সংগ্রহ করতে হবে। এই সময়সীমার মধ্যে যারা চলে যাবেন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হবেনা। এবং তাদের কে কালো তালিকাভুক্ত করা হবেনা। আর যদি উক্ত সময়ের মধ্যে বিদেশি নাগরিকরা নিজ দেশে ফেরত না যায় তাহলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ যথাযথ ব্যবস্থা নিবে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানান তিনি।