শিরোনাম

লক্ষ্মীপুরের ছেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে

 

লক্ষ্মীপুর প্রতিনিধি : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন লক্ষ্মীপুরের নোমান চৌধুরী সাগর। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টুর্নামেন্টটি বরিশালে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলা হবে।

নোমান চৌধুরী সাগর লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। সে ডান হাতি ফাস্ট বোলর। সাগর ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতায় ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগ প্রতিযোগিতায় ২০১৯এ সেরা বোলার নির্বাচিত হয়েছেন। সে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ ২০১৯-২০ চট্টগ্রামের হয়ে খেলেছেন। নোমান চৌধুরী সাগর এর আগে লক্ষ্মীপুর জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৪,১৬ ও ১৮ দলের হয়ে খেলেছেন।

এরআগে লক্ষ্মীপুরের অন্য এক ক্রিকেটার হাসান মাহমুদ খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। বর্তমানে সে জাতীয় ক্রিকেট দলের হাই পারপমেন্স টিমে রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল রবিবার (২০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার জন্য দল ঘোষনা করেছেন। প্রথম টেস্ট ম্যাচটি শনিবার (২৭ অক্টোবর) শুরু হয়ে বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত চলবে। টুনামেন্টর শেষ টেস্ট ম্যাচটি সোমবার (৪ নভেম্বর) শুরু হয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেষ হবে। তবে কয়েকদিনের মধ্যে ৫টি ওয়ানডে খেলার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চুড়ান্ত তালিকা প্রকাশ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন :