শিরোনাম

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর

ওসমান গনি, লক্ষ্মীপুর: বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ১৯) সকালে উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির পুত্রের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টায় আগুনে নিয়ন্ত্রনে নিয়ে আনে। এ ঘটনায় নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে ক্ষতিগস্ত হয় দিনমজুর বাহার মিয়া, শাহ জাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিক্সা চালক রাসেল, শাহ আলম সারেহ আহম্মেদ, বাবুল মিয়াসহ ৯জনের বসতঘর।

ক্ষতিগ্রস্তরা বলেন, বাহার মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটারটি বিস্ফোরন হয়ে আগুনের ঘটনা ঘটে। মুহুর্তে সেই আগুন পাশ্ববর্তি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তিতে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। এতে নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মূল্যবান আসববাপত্র পুড়ে ছাই যায় তাদের।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় ৯টি বসতঘর। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। তাই তিনি দাবি করেন প্রশাসনের উদ্যোগে তাদের আর্থিক সহযোগিতার। তার দাবি আগুনে পুড়ে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। এতে করে বাড়ির অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন রশিদ জানান, বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভায় রয়েছেন তিনি। সভা শেষে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন :