লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাকাতি প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করেছে রামগতি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশী অস্ত্র, টচলাইট ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে কবিরহাট থানার নরত্তনপুর গ্রামের শরাফত উল্যাহ লিটনের ছেলে মাঈন উদ্দিন বাবর (৩২), সল্যাকুটিাং গ্রামের মনির আহম্মদের ছেলে মো. এমরান হোসেন (২৪) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. নুর আলম সনি (১৯)।
পুলিশ জানায়, রামগতি থানার অফিসার ইনচার্জ এ,টি,এম আরিচুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির অস্ত্র-শস্ত্র উদ্ধারপূর্বক গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে রামগতি থানার মামলা নং-০৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং রামগতি থানার মামলা নং-০৪, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(A) ধারায় মামলা রুজু করা হয়েছে।