লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ইসমাইল হোসেন মিঠু চৌধুরী (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে মাদকসহ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ডিসেম্বর) দুপুর ৩ টায় এসআই মানিক বড়ুয়া বাদি হয়ে থানায় মামলা করেন।
মিঠু চৌধুরী উপজেলার সোনাপুর ইউনিয়নের কবির হাট এলাকার মৃত. মঙ্গল চৌধুরীর ছেলে। সোমবার রাতে সেবন করা অবস্থায় ১৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানান, প্রশাসনের অগোচরে দীর্ঘ দিন ধরে মিঠু চৌধুরী সহ তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। কয়েকবার তাকে আটকের চেষ্টা করেও সম্ভব হয়নি। অবশেষে এসআই মানিক বড়ুয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মিঠুকে বিক্রি ও সেবন করা অবস্থায় আটক করে।
রায়পুর থানার অফিসার ইনর্চাজ তোতা মিয়া জানান, মিঠু দীর্ঘ দিন ধরে প্রশাসনের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তাকে ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছিল।